মাথাভাঙ্গা মনিটর: বলিউডি সিনেমা ‘গাব্বার’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। ইন্ডিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০০২ সালের তামিল অ্যাকশন সিনেমা ‘রামানা’-এর বলিউডি রিমেক ‘গাব্বার-এ অভিনয় করবেন অক্ষয়। তার বিপরীতে কোন অভিনেত্রী থাকছেন সে বিষয়ে জল্পনা কল্পনা চলছিলো বহুদিন ধরে। পরবর্তীতে ‘আশিকি টু’-খ্যাত শ্রদ্ধা কাপুরকেই বেছে নেন নির্মাতারা।
সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুর। অ্যাকশন থ্রিলারভিত্তিক সিনেমাতে একজন তরুণ উকিলের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা। সিনেমাটি প্রযোজনা করবেন সঞ্জয় লীলা বনসালি। ২০১৪ সাল নাগাদ সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।