দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ইউপি নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ মল্লিকের সভাপতিত্বে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে দলীয় প্রার্থী নির্ধারন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সহসভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার দলীয় সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসেন জোয়ার্দ্দার দুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি জাহিদুল ইসলাম, আব্দুল লতিফ এলকেন, জেলা সৈনিক পার্টির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা কৃষক পার্টির সভাপতি আবু জাফর, দামুড়হুদা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনিরুল ইসলাম ঝন্টু, জাতীয় পার্টির নেতা সাবেক ইউপি সদস্য ছুন্নত আলী, জেলা যুব সংহতি সভাপতি ইয়াছিন আলী, উপজেলা যুব সংহতি নেতা সোহরাব হোসেন, বিল্লাল হোসেন, নূর মোহাম্মদ প্রমুখ। কর্মী সমাবেশে দামুড়হুদা সদর ইউনিয়নে ইউপি সদস্য পদে ২ নং ওয়ার্ডে ছুন্নত আলীকে এবং ৪ নং ওয়ার্ডে সোহরাব হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। চলতি মাসেই উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশে উপজেলার ৬টি ইউনিয়নেই চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।