দামুড়হুদার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সস্পাদক ওসমান গনি। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বশির আহম্মদ, হারুনার রশিদ, এবং বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, সাজেদুল ইসলাম মিঠু, তানভির আহম্মদ লিংকন, সালমা খাতুন, আবুল হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।