যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা

চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার জেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কার্যবিবরণী উপস্থাপনা করেন জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান মতি, আজিজুর রহমান বাবু, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, আমজাদ হোসেন, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, শেখ আসলাম আলী তোতা, জিয়া উদ্দিন বিশ্বাস, সোহেল রানা শাহিন, হাফিজুর রহমান কালু, হযরত আলী, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, রকিবুল ইসলাম রাকু ও আসাদুজ্জামান সবুজ। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুবলীগের ৯নং ওয়ার্ড সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক, মোমিনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজু, তিতুদহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম রোকন, সাধারণ সম্পাদক রাসেদ রেজা, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফিজুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক নাজমুল হাসান লাবলু, বেগমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সোলায়মান হক সনি, সাধারণ সম্পাদক রিজভি আহম্মেদ, চিৎলা ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম, ধানবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আহাদ, সাধারণ সম্পাদক সুজন আলী, ডাউকি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, খাদিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাবান মোহাম্মদ, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন মুক্তা, হাসাদাহ ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফুজ্জামান তরিকুল, রায়পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মশিয়ার রহমান, সীমান্ত ইউনিয়ন যুবলীগ সভাপতি ইসাবুল ইসলাম মিল্টন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আইলহাঁস ইউনিয়ন যুবলীগ নেতা মিলন, সম্রাট, জেহালা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বিডিআর, নাগদাহ ইউনিয়ন যুবলীগ নেতা ইকরামুল, আলমডাঙ্গা পৌর যুবলীগ নেতা সুমন, উৎপল, আলম, বিল্লাল, খাসকররা ইউনিয়ন যুবলীগ নেতা আবদার, মিলন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মজিবুল, যুগ্মআহ্বায়ক মজিবর, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক স্বপন, যুগ্মআহ্বায়ক শাহিন রেজা, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক ইউসুফ, যুগ্মআহ্বায়ক ছোটন, জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈসা।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ভুলন, ডেভিড, বুলবুল, মাসুম ওয়াসিম, রনি, মামুন, বিপ্লব, দয়াল, রাব্বি, সেতু, বিদ্যুৎ, রানা এবং জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সহসভাপতি জাহাঙ্গীর, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিপ, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মমিনুল হাসান ও জ্যাকি, কানন, আরিফুল, হাসান, বিপ্লব, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম শামীম, সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাফসির আহম্মেদ লাল ও সাধারণ সম্পাদক রিফাত।
প্রধান অতিথি আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগের সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। প্রেসবিজ্ঞপ্তি।