পুলিশকে পিটিয়ে পিস্তল নিয়ে পালাল আসামি

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়িতে পুলিশকে পিটিয়ে এক দণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের একটি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার দু পুলিশ সদস্য হলেন এসআই আবু সাঈদ ও কনস্টেবল সরোয়ার হোসেন। এ ঘটনার প্রায় চার ঘণ্টা পর চর পোগলদিঘা থেকে ৭-৮ কিলোমিটার দূরে কাজীপুর উপজেলা সংলগ্ন বাশজান চর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। সরিষাবাড়ি থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, চর পোগলদিঘা গ্রামের কাবিলের ছেলে হাফিজুর রহমান হাবু (৩০) মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু সাঈদ ও কনস্টেবল সরোয়ার হোসেন আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করতে যায়। এ সময় বাড়ির নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালায়। মারধর ও ধস্তাধস্তির একপর্যায়ে দুজনকে বেঁধে রেখে পেটানো হয়। এ সময় আসামি হাফিজুর রহমান কৌশলে এসআই আবু সাঈদের পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওসি আরও জানান, পরে পিস্তলটি উদ্ধার করতে পারলেও আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এদিকে ঘটনার পর ওই বাড়ি ছেড়ে পালিয়েছেন বাড়ির নারী-পুরুষরা।