স্টাফ রিপোর্টার: শুরুটা ভালো না হলেও জাতীয় দাবায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান। টানা তিন জয়ে চতুর্থ রাউন্ড শেষে শীর্ষে উঠে এসেছেন এই গ্র্যান্ডমাস্টার। জাতীয় ক্রীড়া পরিষদে শুক্রবার চতুর্থ রাউন্ডের খেলায় সাইফুল ইসলাম চৌধুরীকে হারান জিয়া। ড্র দিয়ে জাতীয় দাবার ৪১তম আসর শুরু করা এই গ্র্যান্ডমাস্টার সাড়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন।
সাড়ে তিন পয়েন্ট নিয়ে জিয়ার সাথে যৌথভাবে শীর্ষে আছেন এনামুল হোসেন রাজীবও। তবে তৃতীয় রাউন্ডে এককভাবে শীর্ষে থাকা এই গ্র্যান্ডমাস্টার চতুর্থ রাউন্ডে ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিবের সাথে। রাকিবের এটি টানা তৃতীয় ড্র। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান তিন করে পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। চতুর্থ রাউন্ডে নিয়াজ আমিনুলের সাথে ড্র করেন। তৈয়বুর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে এবং মিনহাজ ফিদে মাস্টার ফাহাদ রহমানকে হারান। চার রাউন্ড শেষে এখনও কোনো পয়েন্ট পাননি ফাহাদ। আগের তিন রাউন্ডে রাকিব, তৈয়বুর ও মাহাতাব উদ্দিন আহমেদের কাছে হারেন তিনি। জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।