খবর: (স্বামীকে হাজতে রেখে নাগর নিয়ে ফুর্তি করতে গিয়ে স্ত্রী গ্যাঁড়াকলে)
স্বামীর বাড়ি লাল দালানে
বউ রয়েছে ঘরে,
একলা একা মাঝে মাঝে
মনটা কেমন করে।
থাক স্বামী থাক সারাজীবন
আমার তাতে কী,
স্বামীর বদল মানুষ ধরে
ভালোই রয়েছি।
স্বামী ছাড়াও পরের আদর
মিষ্টি লাগে খুব,
গভীর রাতে ভীষণ মজায়
তাই দিয়েছি ডুব।
-আহাদ আলী মোল্লা