আবুল ড্রাইভার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বারাদী প্রতিনিধি: মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়ন দরবেশপুর শাখার উদ্যোগে মোমিনপুর হাইস্কুল মাঠে আবুল ড্রাইভার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়ন দরবেশপুর শাখার বারাদী কার্যালয়ের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা ট্রাকমালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আ. হান্নান। অনুষ্ঠানে উপস্থাপনা করেন হুমায়ুন কবীর স্বপন ও আফারুল ইসলাম ডাবলু। সার্বিক সহযোগিতায় ছিলেন মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সদস্যবৃন্দ। অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন মোটর শ্রমিক ইউনিয়ন বারাদী কার্যালয়ের সাধারণ সম্পাদক শফিকুল আজম। পরে পায়রা উড়িয়ে ব্যান্ড বাজিয়ে খেলার উদ্বোধনী ঘোষণা করা হয়। উদ্বোধনী ম্যাচে সিএসও একাদশ চুয়াডাঙ্গা ও ঝাউবাড়িয়া একাদশ মেহেরপুর অংশগ্রহণ করেন। খেলায় ১-০ গোলে সিএসও একাদশ চুয়াডাঙ্গা জয় লাভ করে। চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের সিএসও ক্লাব খেলায় জয়লাভ করায় সকল খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ এবং শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড় কর্মকর্তাসহ দৌলাতদিয়াড়বাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিএসও ক্লাবের সভাপতি হাফিজুল ইসলাম লাল্টু। তিনি এক প্রেসবিজ্ঞপ্তিতে আগামী দিনের যেকোন খেলায় সহযোগিতা করার জন্য দৌলাতদিয়াড় গ্রামবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Leave a comment