বিধ্বস্ত রুশ বিমানের ভেতরেই বোমা ছিলো!
মাথাভাঙ্গা মনিটর: মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত রুশ বিমানটিতে উড্ডয়নের আগে সেটির কার্গো হোল্ডে একটি বোমা রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, সিনাইয়ের কয়েকটি গোষ্ঠীর গোপন আলাপ থেকে তারা ওই হামলাটি সন্ত্রাসী হামলা ছিলো বলে জানতে পেরেছে। তবে মিশরের দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। এদিকে সিনাইয়ে বোমা বিস্ফোরণের কারণে বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর মিশরগামী সব ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়া। শনিবার মিশরের সিনাই উপদ্বীপে ২২৪জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় রাশিয়ার এ-৩২১ বিমান। বিমানটিতে বোমা পাতা ছিলো এবং বিমানটি ওড়ার আগেই আইএস এর কোনো চর গোপনে সেটিতে বোমা পাতে বলে ব্রিটিশ তদন্তকারীরা জানানোর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিশরের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দেন।
পাকিস্তানে কারখানা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে কারখানা ধসের ঘটনায় গতকাল শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া ওই কারখানাটির ধ্বংসস্তূপ খুঁড়তে উদ্ধার কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাকিস্তানের কর্মকর্তারা একথা জানিয়ে আরো ২৫ জনের মৃতদেহ উদ্ধারের আশঙ্কা প্রকাশ করেছেন। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের কাছে চারতলা বিশিষ্ট রাজপুত পলিস্টার পলিথিন ব্যাগ কারখানাটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যেই শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে।
সিরিয়ায় যোদ্ধারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস জঙ্গি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইবিক্ষুব্ধ শহরে মাস্টার্ড গ্যাস ব্যবহার হচ্ছে বলে শনাক্ত করেছেন রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের (ওপিসিডব্লিউ) ২৯ অক্টেবরের একটি গোপন প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনের সারাংশ রয়টার্স হাতে পেয়েছে। এতে খুবই নিশ্চিত তথ্য দিয়ে বলা হয়েছে যে, ২১ অগাস্টে আলেপ্পোর মারেয়া শহরে অন্তত দুজন সালফার মাস্টার্ড গ্যাসে আক্রান্ত হয়েছে। একই গ্যাসে মারা গেছে একটি শিশুও। সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংস করতে রাজি হওয়ার পর থেকে দেশটিতে মাস্টার্ড গ্যাস নামে পরিচিত সালফার মাস্টার্ড ব্যবহারের এটিই প্রথম নিশ্চিত তথ্য। এ গ্যাস কোথা থেকে এল সেটিই বড় প্রশ্নের জন্ম দিয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র। তিনি বলেন, হয় আইএস নিজেরই এ ধরনের অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করেছে নয়তো সেগুলো আইএস এর দখল করা কোনো অস্ত্রাগার থেকে এসেছে।
বর্ধমান বিস্ফোরণকাণ্ডে ত্রিপুরায় বাংলাদেশি গ্রেফতার
মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে ত্রিপুরা থেকে গ্রেফতার করার কথা জানিয়েছে ভারতীয় পুলিশ। তার নাম জাহাঙ্গীর হোসেন (৩২)। ভারতীয় নারীকে বিয়ে করে তিনি বছরখানেক ধরে ভারতে অবস্থান করছেন বলে পুলিশের দাবি। যাত্রাপুর পুলিশ স্টেশনের ওসি কে কে কালই বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জাহাঙ্গীরকে পশ্চিম ত্রিপুরার সোনামুড়া মহকুমার হিম্মতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এখন পর্যন্ত সে স্বীকার করেছে, তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে এবং সে বেশ কিছুদিন ধরেই ভারতে অবস্থান করছে। গতকাল শুক্রবার জাহাঙ্গীরকে সাত দিনের রিমান্ডেও পাঠিয়েছে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আদালত।
পুত্রবধূ ও ৩ পুতির মৃত্যু : ভারতের সাবেক এমপি স্ত্রী-ছেলেসহ গ্রেফতার
মাথাভাঙ্গা মনিটর: পুত্রবধূসহ তিন পুতির আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় দায়ের মামলায় ভারতীয় কংগ্রেস পার্টির সাবেক এমপি সিরিসিল্লা রাজাইয়া, তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিরিসিল্লা রাজাইয়া, তার স্ত্রী মাধবী এবং ছেলে অনিল কুমারকে গ্রেফতার করে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তিনি তাদের ১৪ দিনের জন্য জেলহেফাজতে রাখার আদেশ দেন। গত বুধবার সিরিসিল্লা রাজাইয়ার বাড়িতে আগুনে পুত্রবধূ ও শিশু তিন পুতি পুড়ে মারা যাওয়ার ঘটনার পর থেকেই ওই তিনজনকে পুলিশি হেফাজতে রাখা হয়। অন্ধ্র প্রদেশের ওয়ারেঙ্গেল শহরে রাজাইয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয় তা নিয়ে বিতর্ক থাকলেও পুলিশ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবেই দেখতে শুরু করেছে। কারণ, ওই পুত্রবধূ নির্যাতিতা ছিলেন।
ব্রাজিলে বাঁধ ভেঙে ১৭ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলে খনির বর্জ্য পদার্থ ফেলার স্থানে গত বৃহস্পতিবার বিস্ফোরণে একটি বাঁধ ভেঙে অন্তত ১৭ জনের মৃত্যু ও অর্ধ শতাধিক আহত হয়েছে। দমকল বিভাগের প্রধান কর্মকর্তা একথা জানিয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাইনাস জেরাইস রাজ্যের মারিয়ানা নগরীর দমকল বিভাগের প্রধান কর্মকর্তা অ্যাডাও সেভারিনো জুনিয়র বলেন, এ ঘটনায় ৪০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছে।