স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কোয়ার্টারে ছাগল পালন করার অপরাধে তিন নার্সের বেতন বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোয়ার্টার থেকে ছাগল না বের করা পর্যন্ত বেতনের চেক দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে। অভিযুক্ত তিন নার্স পরিবার-পরিজন নিয়ে অর্থ সঙ্কটে ভুগলেও চেক না দেয়ার পক্ষে অনড় অবস্থানে রয়েছেন সিভিল সার্জন।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কোয়ার্টারে থাকেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আছিয়া খাতুন, মমতাজ বেগম ও বিভা লাহিড়ী। তারা একটি করে ছাগল পালন করেন। এতে কোয়ার্টারে বসবাসকারী অন্য নার্সদের সমস্যা হয়। এ কারণে তারা অফিসে মৌখিক অভিযোগ করেছেন। অক্টোবর মাসের বেতনের চেক অন্য নার্সদের দেয়া হলেও অভিযুক্ত তিন নার্সকে দেয়া হয়নি। অভিযুক্ত নার্স মমতাজ বেগম ও বিভা লাহিড়ী বলেন, ‘শখের বশে একটি ছাগল পুষি। তাতে কারো কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু নভেম্বরে সবাইকে বেতনের চেক দেয়া হলেও আমাদের দেয়া হয়নি। আমরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক সমস্যায় পড়েছি। ধারদেনা করে চলছি।’ এ ব্যাপারে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারী হাসিনা খাতুন বলেন, সিভিল সার্জন এবং আবাসিক মেডিকেল অফিসারের মৌখিক নির্দেশে ৩ জনের চেক আটকে রাখা হয়েছে। জানতে চাওয়া হলে সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম বলেন ‘অনেক দিন ধরে তাদের কোয়ার্টারে ছাগল পুষতে নিষেধ করা হয়। নিষেধ না শোনার কারণে তিনজনের চেক আটকে রাখা হয়েছে।’