দামুড়হুদার নাস্তিপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

দর্শনা অফিস: ‘স্বেচ্ছায় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ’ এ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদার নাস্তিপুর কমিউনিটি ক্লিনিকের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর কমিউনিটি ক্লিনিক ও গ্রামবাসীর উদ্যোগে দর্শনা সোসাইটি লিমিটেডের সহযোগিতায় প্রতিষ্ঠা করা হয়েছে সেচ্ছায় রক্তদান ক্লাব। গতকাল শুক্রবার বিকেলে রক্তদান কর্মসুচির মধ্যদিয়ে ক্লাবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। ইউপি সদস্য আশিক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার প্রভাইডার দর্শনা সোসাইটি লিমিটেডের নির্বাহী পরিচালক শাহিনুজ্জামান পলাশ, উপনির্বাহী পরিচালক আশরাফুজ্জামান সাগর, মহাব্যবস্থাপক আরাফাত হোসেন মিস্টার, অর্থব্যবস্থাপক নাহিদ পারভেজ, মুনাজির হোসেন, মিরাজ হোসেন, শফিক তুহিন, সানজারুল, রকিবুল, মুবাশ্বের আলম, ওমর ফারুক, ছামিরুল ইসলাম, শাহিন আলম, সোহেল রানা, আরাফাত মিয়া, মুস্তাক মিয়া, আলামিন, শাহিনুজ্জামান পলাশ প্রমুখ।

Leave a comment