হরিণাকুণ্ডুতে তথ্য অধিদফতরের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল শুক্রবার বেলা সাড়ে দশটায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোক্তার আলীর সভাপতিত্বে এবং মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাস্থ্য শিক্ষা, সেনিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং সরকারের দিন বদলের সনদ ভিশন- ২০২১ ও উন্নয়ন ভাবনা বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনা বিষয়ক মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। আলোচনা করেন জেলা তথ্য অফিসার এএসএম কবীর, সাবেক উপাধ্যক্ষ এএম শাহজালাল, অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, প্রভাষক জামাল উদ্দীন, বসির আহম্মেদ প্রমুখ।

Leave a comment