বাজারগোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহে দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে আবুল কালাম নামের এক মাছব্যবসায়ী নিহত হয়ে। তিনি যশোরের কেশবপুর উপজেলার আওয়ালগাতী গ্রামের দাউদ মোড়লের ছেলে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বিকেলে যশোর থেকে মাছ নিয়ে একটি পিকআপভ্যানে ঝিনাইদহের বাজার গোপালপুরে যাচ্ছিলো। এ সময় বিপরীতগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা মাছব্যবসায়ী আবুল কালাম (৩৬) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়।