বারাদী প্রতিনিধি: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী বাজারের অদূরে বিএডিসি কোল্ডস্টোরের সামনে সড়ক দুর্ঘটনায় এক কাঁচামাল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জনা গেছে, গতকাল সকাল ৭টার দিকে কলাইডাঙ্গা গ্রামের মাদরাসাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে কাঁচামাল ব্যবসায়ী আনারুল (৩৬) বাড়ি থেকে বারাদী বাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বিএডিসি কোল্ডস্টোরের সামনে পৌছুলে পেছন দিক থেকে মেহেরপুরগামী দুটি ট্রাক অভারটেক করতে গিয়ে আনারুলকে ধাক্কা দেয়। এ সময় আনারুল ছিটকে ট্রাকের নিচে পড়ে। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পিজি হাসপাতালে রেফার করেন। ঢাকা নেয়ার পথে বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ পৌছুলে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে বাড়িতে পৌঁছুলে স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। আনারুল ছিলেন ১ ছেলে ও ১ মেয়ের জনক। দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস যাপনের পর তিনি দেশে ফিরে কাঁচামালের ব্যবসা করতেন। তার লাশ গ্রামে পৌছুলে জানাজা শেষে গত রাত ১১টায় গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।