বেগমপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে আলমসাধুতে থাকা লোকজন তিতুদহের তেঘরি এড়ের খাল মাঠ নামক স্থানে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা আলমসাধুর গতিরোধ করে ছিনিয়ে নেয় নগদ টাকা, সোনার গয়না, আলমসাধু, মোবাইলফোনসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল।
জানা গেছে, ঝিনাইদহ জেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ১৫/১৬ জন আলমসাধু ভাড়া নিয়ে বিয়ের দাওয়াত খেতে যায় মহেশপুর উপজেলার পাতরা গ্রামে। বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে তারা।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আলমসাধুটি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরি গ্রামের এড়ের খালনামক স্থানে পৌঁছুলে ৮-১০ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে আলমসাধুর গতিরোধ করে। ছিনতাইকারীরা আলমসাধুসহ আলমসাধুতে থাকা লোকজনের কাছ থেকে নগদ টাকা, সোনার চেন, কানের দুল, হাতের বালা, ৮টি মোবাইলসেটসহ প্রায় ২ লাক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। ছিনতাইয়ের কবলে পড়া আলমসাধুর লোকজন তেঘরি গ্রামে এসে ঘটনা খুলে বলে। এ বিষয়ে তিতুদহ ক্যাম্প পুলিশের এসআই কাইয়ুম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।