মেহেরপুরে কিন্ডার গার্টেন বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র ও পুরস্কার বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অক্সফোর্ড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী ননী গোপাল ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সমাজসেবক একেএম ফজলুল করিম। অনুষ্ঠানে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত অক্সফোর্ড কিন্ডার গার্টেনের বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৯ জনসহ মোট ৯৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র প্রদন ও পুরস্কৃত করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a comment