মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে পানিতে ডুবে শাহনাজ নামের শিশু শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে ফিরোজা নামের অপর এক শিশুকে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোনাপুর মাঝপাড়া গ্রামের রুপচাঁদ আলীর শিশুকন্যা শাহনাজ (৬) ও প্রতিবেশীর শিশুকন্যা ফিরোজা (৬) খেলতে খেলতে পাশের ডোবায় নামে। এক পর্যায়ে শাহনাজ ডুবে যায় ও ফিরোজা লতাপাতা ধরে বাঁচার চেষ্টা করে। ওই সময় প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। অনেক খোঁজাখুঁজির পরে হতভাগ্য শাহনাজের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।