মুজিবনগরে কৃষকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মুজিবনগর পর্যটন মোটেল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুল আলম শান্তি। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর আলী ও সাধারণ সম্পাদক নিকুল। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কৃষকলীগের সহসভাপতি নজরুল ইসলাম ঝুটিকা, আস্কার আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment