জীবননগর ব্যুরো: ঢাকায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাসহ বিভিন্ন ব্লগার ও প্রকাশকদের ওপর জঙ্গি হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জীবননগর উপজেলা জাসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক মারুফ মালেকের উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, জাসদ নেতা মিলন মল্লিক, সাংবাদিক শেখ শহিদ, নিলুফার ইয়াসমিন রাণী। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক জামাল হোসেন খোকন, জাসদ নেতা হজরত আলী, রেজাউল ইসলাম ডিটু, রাজু আহম্মেদ, মুক্তাছুর রহমান, আজগর আলী, রকি বিশ্বাস, আব্দুল মান্নান, রমজান আলী, আল জুবায়ের, মানবাধিকার কর্মী শরিফুল ইসলাম প্রমুখ।