পাঁজরের চোটে অনিশ্চিত সৌম্য

স্টাফ রিপোর্টার: অনুশীলনের সময় পাঁজরে চোট পেয়েছেন সৌম্য সরকার। এই ওপেনারের জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার দলের অনুশীলনে বাঁ পাঁজরে ব্যথা পান সৌম্য সরকার। ব্যথাটা না কমায় গতকাল বুধবার সকালে এমআরআই করানো হয় তার। সেই রিপোর্ট এখনও হাতে পায়নি বিসিবি। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি শোনালেন শঙ্কার কথাই। এখনও রিপোর্ট হাতে পাইনি, কাজেই মন্তব্য করা ঠিক হবে না। তবে ওখানকার ডাক্তারের সাথে যতোটুকু কথা হয়েছে আমার, সমস্যা কিছু ধরা পড়েছে। সমস্যা কতোটা গুরুতর, রিপোর্ট না দেখে বলতে পারছি না। তবে সৌম্য আমাকে বলেছে, সে বেশ অস্বস্তি অনুভব করছে।

গতকাল বুধবার অনুশীলনে ব্যাটিং করে নিজের অবস্থা পরখ করতে চেয়েছিলেন সৌম্য। কিন্তু অস্বস্তিটা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত আর ব্যাটিং করতে পারেননি। আজ বৃহস্পতিবার সকালে এমআরআই রিপোর্ট হাতে পেলে অবস্থা বুঝে সৌম্যকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে, জানালেন বিসিবির প্রধান চিকিৎসক। আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানেডে খেলবে স্বাগতিকরা