সেক্স টেপের মামলায় গ্রেফতার বেনজেমা

মাথাভাঙ্গা মনিটর: ২০১০ বিশ্বকাপে একবার ফেঁসে গিয়েছিলেন যৌন কেলেঙ্কারিতে। এবারের অভিযোগটা আরও গুরুতর। সেক্স টেপ বানিয়ে সেটা নিয়ে ব্ল্যাকমেল করা। আর সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে গতকাল ফরাসি পুলিশ গ্রেফতার করেছে করিম বেনজেমাকে। ভার্সাইয়ের স্থানীয় সময় সকাল নয়টায় থানায় হাজির হতে হয় রিয়াল মাদ্রিদ তারকাকে। এরপর সেখান থেকে আদালতে নেয়া হয়। ফৌজদারি তদন্ত চলছে ফরাসি স্ট্রাইকারের বিরুদ্ধে। ফ্রান্সের এক ম্যাচ উপলক্ষে জাতীয় দলে সব ফুটবলার একসাথে হোটেলে ওঠার পর ঘটনাটি ঘটে। জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা একটি সেক্স টেপ করেন। যে সেক্স টেপটি কোনোভাবে কিছু ব্ল্যাকমেলারদের হাতে চলে যায়। লিওঁর ফুটবলার ভালবুয়েনাকে এরপর ফাঁদে ফেলে হুমকি দেয়া হয়। বড় অঙ্কের টাকা না দিলে সেক্স টেপটি ছেড়ে দেয়া হবে। ধারণা করা হচ্ছে যারা ব্ল্যাকমেল করছে, তাদের সাথে বেনজেমার এক আত্মীয়ের যোগসূত্র আছে। কিন্তু এ ঘটনায় বেনজেমার নিজের কতোটা সম্পৃক্ততা, তা এখনো নিশ্চিত নয়। অপরাধ প্রমাণিত হলো পাঁচ বছরের জন্য হতে পারে জেল।

ব্ল্যাকমেলের এই মামলা গত জুলাইয়ের শেষাশেষি দায়ের করা হয়। গত অক্টোবরে সন্দেহভাজন তিন ব্ল্যাকমেলারকে পুলিশ গ্রেফতারও করে। এই তিনজনের সাথে ফ্রান্সের একাধিক ফুটবলারের বন্ধুত্ব আছে। মার্শেইয়ে খেলার সময় ভালবুয়েনার সতীর্থ জিব্রিল সিসেকেও গত মাসে আটক করেছিলো পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়।