চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক জেলা ওরিয়েন্টেশন ও পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় স্থানীয় সেবা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার আহ্বান জানানো হয়। এবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৯১ শিশুকে।

জেলা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম। বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ-উল-হক, দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান ও প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ইপিআই সুপার আশরাফুজ্জামান। পাওয়ার পয়েন্টের সাহায্যে সচিত্র ভিডিও উপস্থাপন করেন জেলা পুষ্টি কর্মকর্তা রুমানা শারমীন।

সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০১৫ উপলক্ষে আগামী ১৪ নভেম্বর ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৯৭৩ শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ১৭ হাজার ৪১৮ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। একাজে ২ হাজার ৯০৭ জন স্বেচ্ছাসেবক সহায়তা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। একটি পথশিশুও যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে। তিনি কর্মসূচি সফল করতে সঠিকভাবে যাচাই করে গণমাধ্যমকর্মীরদের সংবাদ প্রচার করারও আহ্বান জানান। তিনি আরো বলেন মায়েরা সচেতন হলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হবে।