স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হিসেবে সিনিয়র আইনজীবী হাজি মোসলেম উদ্দীনকে মনোনীত করা হয়। আগামী ২৭ নভেম্বর জেলা আইনজীবী সমিতির ভোট অনুষ্ঠিত হবে।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন উকিল বারের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাবেক সহসভাপতি রবকুল হোসেন ও জাহাঙ্গীর আলী, সিনিয়র আইনজীবী আলী হোসেন, মহাসীন আলী, এসএস আসাদুজ্জামান গনি সালাম, আকরাম হোসেন, মোশাররফ হোসেন, মারুফ সরোয়ার বাবু, আনসার আলী, আ স ম আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, মইন উদ্দীন মইনুল, সাবেক সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, আব্দুল খালেক, বদিউজ্জামান, হানিফ উদ্দিন, আহসান আলী, নাজমুল হাসান লাভলু ও আফজালুল হক।
এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। এরা হলেন সভাপতি পদে সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সহসভাপতি পদে হাজি মুনসুর উদ্দীন মোল্লা ও সিরাজুল ইসলাম (১), যুগ্মসম্পাদক আসাদুজ্জামান আসাদ ও খন্দকার অহিদুল আলম মানি খন্দকার, কার্যকরি সদস্য পদে মমতাজ খাতুন, জামাল উদ্দীন, এসএম হুমায়ুন কবীর, মাসুদুর রহমান, হারুনর রশীদ বাবলু, হুমায়ুন কবীর মামুন, রুবিনা পারভীন, মাসুদ পারভেজ রাসেল ও জিল্লুর রহমান জালাল ভোটযুদ্ধে মাঠে নেমে পড়েছেন।