দর্শনায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

দর্শনা অফিস: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর শহরের আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষক কর্মকর্তা, এসএমসি ও ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, সকলকে মনে রাখতে হবে আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই শিশুদের সুশিক্ষার আলোকে গড়ে তুলতে হবে। কোনো মেধাবী শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সেদিকে শিক্ষক-অভিভাবককে খেয়াল রাখতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাস, দর্শনা পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হারুন রাজু, শিক্ষক হেলেনা পারভিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক হারুন অর রশিদ জুয়েল, সহসভাপতি কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক আরতি হালসানা, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গনি প্রমুখ।