দর্শনা অফিস: দর্শনাকে উপজেলা করণের দাবতে এখন সোচ্চার সকলেই। বিভিন্ন রাজনৈতিক দল, সংস্থা ও ব্যাক্তি এ দাবি পূরণে মাঠে নেমেছে। সামাজিক যোগোযোগের মাধ্যম ফেসবুকে দর্শনা উপজেলা করণের দাবির ঝড় তোলে। দর্শনা উপজেলা আন্দোলনে ব্যপক সারা মিলেছে। এ দাবি পূরণে দর্শনায় একে একে শুরু হয় সভাসমাবেশ। বিভিন্ন সংগঠন থেকে একাত্মতা প্রকাশ করতে শুরু করেছে। এ দাবিতে দর্শনা প্রেসক্লাবে যুবদের মতবনিমিয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। সভায় বক্তারা বক্তব্যে উঠে আসে দর্শনার গুরুত্ব ও সরকারের রাজস্ব আদায়ের কথা। প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডলের সভাপতিত্বে সভায় আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, যুবনেতা জামাল উদ্দিন, হারুন অর রশিদ, হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর কর্মকর্তা শাহআলম, শাহীন আলম, মাহবুবুর রহমান মুকুল, সাজ্জাদ হোসেন, কিতাব আলী, শাকিল আহম্মেদ, সজল আহম্মেদ, শামীম হোসেন, টিটো খান, সায়মুল হক টিপু, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সমন্বয়কারী মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক এফএ আলমগীর, আহসান হাবীব মামুন, মাহদি হাসান প্রমুখ।