আলমডাঙ্গা ব্যুরো: দিনদুপুরে আলমডাঙ্গা থানার মাত্র কয়েকগজ দূরে বহুতল ভবনে পুলিশ কর্মকর্তার বাসাসহ কয়েকটি বাড়িতে দুঃসাহসিক সিরিজ চুরি সংঘটিত হয়েছ। বেশ কয়েক মাস বিরতির পর আবারও দিনের আলোয় চোরচক্র থানার নিকটবর্তী পুলিশ কর্মকর্তার বাসাসহ কয়েকটি বাড়িতে চুরি ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চুরি আতঙ্ক।
জানা গেছে, গতকাল বুধবার দিনের বেলা আলমডাঙ্গা থানার পেছনে চুরির ঘটনা ঘটে। দিনদুপুরে চোরচক্র আলমডাঙ্গা থানাপাড়ার প্রবাসী আশাদুল ইসলামের ৪ তলা ভবনে হানা দেয়। ওই ভবনের ২ তলায় ভাড়া থাকেন এসআই মেজবাহ। গতকাল এসআই মেজবাহ পরিবারের কেউ বাসায় ছিলেন না। এ সুযোগে চোরেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে স্টিল আলমারি ও ওয়ারড্রোব ভেঙে নগদ ২৫ হাজার টাকা, আড়াই ভরি ওজনের সোনার গহনা, ২টি ক্যামেরা ও ১টি ট্যাব নিয়ে যায়। একই ফ্ল্যাটের পাশাপাশি ভাড়া থাকেন আলমডাঙ্গা হাইরোডের ব্যবসায়ী উজ্জ্বল হোসেন। চুরির সময় তার বাসাও কেউ ছিলো না। চোরচক্র তার ঘর থেকে নগদ ১০ হাজার টাকা ও ১টি সোনার চেন নিয়ে যায়। একই সময়ে একই পাড়ার ভাড়াটে ব্যবসায়ী দবির আলীর ঘরে ঢুকে চোরেরা চুরি করে বলে জানা যায়। চোরচক্র একইপাড়ার রূপক মিয়ার ভবনে গিয়ে হানা দেয়। বহুতলা বিশিষ্ট ওই ভবনেও মালিকসহ বেশ কয়েকটি পরিবার বসবাস করে। কয়েকজন চোর ভবনের ২য় তলায় ওঠার সময় সিঁড়ির মাঝে স্বয়ং রূপক মিয়ার সামনে পড়ে যান। অপরিচিত ওই যুবকরা কেন তার বাড়িতে ঢুকেছে জিজ্ঞেস করলে এক যুবক তার সাথে তর্ক শুরু করে। সে সময় বাড়ির মালিকের উপস্থিতি টের চোরচক্রের সদস্যরা অপেক্ষারত ২টি মোটরসাইকেলযোগে দ্রুত সটকে পড়ে।