দীপনের বাবা ফজলুল হককে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার: নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে হত্যার হুমকি দেয়া হয়েছে। গতকাল বুধবার তাকে মোবাইলফোনে এ হুমকি দেয়া হয়। তবে এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক বুধবার সন্ধ্যায় বলেন, হুমকির বিষয়ে এখনও থানায় অভিযোগ করা হয়নি। তবে নিরাপত্তার জন্য বিকেল থেকে আবুল কাশেম ফজলুল হকের পরীবাগের বাসায় পুলিশ দেয়া হয়েছে। আবুল কাশেম ফজলুল হক বলেন, আমি বিশ্বাস থেকে লিখে আসছি। আজ (বুধবার) সকাল থেকে আমি একেবারেই নিরাপত্তা বোধ করছি না। এটা আমি দেশবাসীকে জানিয়ে রাখছি। তবে এটা আমি পুলিশকে জানাতে যাব না। যে কোনো সময় আমাকে মেরে ফেলা হতে পারে। আমার ছেলে মারা গেছে ৪৩ বছর বয়সে। আমার বয়স ৭৬ বছর। মারা পড়লে পড়বো। আমার জীবনের সবচেয়ে বড় আঘাত আমার ছেলের চলে যাওয়া। সে খুব পরিশ্রমী ছিলো। সৎ ছেলে ছিলো। তাকে এভাবে হত্যা করা হলো আমি মানতে পারছি না।