গাংনী উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ক্লাব কার্যালয়ে সদস্যদের আলোচনাসভা শেষে কমিটি পুনর্গঠন করা হয়।

এতে সভাপতি পদে পুর্নবহাল রয়েছেন ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম। সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নাজমুল হুদা। সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সহসভাপতি মহিবুল আলম ওহিদ, যুগ্মসাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দফতর সম্পাদক মাহবুব হাসান, বাংলানিউজের জেলা প্রতিনিধ জুলফিকার আলী কানন, এনামুল হক, প্রচার সম্পাদক জাহাঙ্গীর কবীর, নির্বাহী সদস্য অশোক চন্দ্র বিশ্বাস, আবু হোসেন, সাঈদ হোসেন, ওয়ালিদ আল জাবির, শিমুল হাসান ও মতিয়ার রহমান। বক্তারা বলেন, বর্তমান সময়ে অবাধ তথ্য প্রবাহের ফলে সাংবাদিকতা যেমন হাতের মুঠোয় এসেছে, তেমনি এক শ্রেণির লোক সাংবাদিকতার নাম ভাঙিয়ে নানা ধরনের অপরাধ চালিয়ে আসছে। তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সাংবাদিকতা এগিয়ে চলেছে। এগিয়ে চলেছে দেশ। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই সমাজকে সুস্থ ও সুন্দর রাখতে অপসাংবাদিকতা পরিহারের আহ্বান জানান তিনি।