ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মাদার তেরেসা সম্মাননা পদক লাভ করেছেন সদর উপজেলার নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেন্টার ফর প্রিভেনশন অপ প্রিনেটাল ডিজএবিলিটি নামে একটি সংগঠন তাকে এ সম্মাননা প্রদান করে।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সমাজলক্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক প্রদান করেন। গতকাল শুক্রবার দুপুরে নলডাঙ্গা ইউপি কার্যালয়ে এক অনানুষ্ঠানিক সভায় সাংবাদিকদের এ স্বীকৃতির কথা জানানো হয়। সভায় রবিউল ইসলাম তার এ প্রাপ্তিকে ইউনিয়নবাসীর প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এম. রবিউল ইসলাম রবি সমাজসেবায় ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে মহাকবি কায়কোবাদ স্বর্ণপদক, শেরে বাংলা একে ফজলুল হক স্বর্ণপদক, কাজী নজরুল ইসলাম সম্মাননা পদক ও উন্নয়ন বোর্ড পদক।