আন্তর্জতিক খাদ্য অধিকার দিবস ও গ্রো সপ্তাহ উপলক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্ব অর্জনে এবং কৃষিপণ্যের লাভজনক মূল্য নির্ধারণে জাতীয় মূল্য কমিশন গঠন করার দাবিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিএসআরএল, কর্মজীবী নারী, অক্সফাম’র সহযোগিতায় পল্লি উন্নয়ন সংস্থা-পাস’র আয়োজনে মানববন্ধন কর্মসসূচি পালিত হয়। সভাপতিত্ব করেন পাস’র নির্বাহী কমিটির সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাস’র নির্বাহী পরিচালক জেলা কৃষি জনমূল্য কমিশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন। প্রবন্ধ পাঠ করেন চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ’র প্রকল্প সমন্বয়কারী শেখ আসমা হেনা চুমকি। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন, জেলা জনমূল্য কমিশনের সদস্য উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হান, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, আকাঙ্খার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, আত্মবিশ্বাস এর প্রকল্প সমন্বয়কারী সাহেদ হাসান হালিম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ সুভাষ কমিটির সভাপতি ওবায়দুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম, পাস’র পরিচালক কাতব আলী। মানববন্ধন থেকে জাতীয় মূল্য কমিশনের দাবি জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি।