স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের শেখপাড়ায় রিকন শেখের বাড়ির টিনের চালে কে বা কারা বোমা নিক্ষেপ করেছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পড়শিরা এ তথ্য জানালেও পুলিশ অবশ্য বলেছে, শব্দ পাওয়া গেলেও বিস্ফোরিত বোমার আলামত পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা (বড়বাজার পূজাতলাপাড়া) শেখপাড়ার মৃত আব্দুস সেলিম শেখের ছেলে রিকন শেখ যুবলীগ কর্মী বলে জানিয়ে বলেছেন, রাতে যে ঘরে ঘুমিয়ে ছিলাম, সেই ঘরেরই টিনের চালে কে বা কারা বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও ঘরের কেউই আহত হয়নি। তবে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে।
খবর পেয়ে ঘটনার পরপরই সদর থানার টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির, আহ্বায়ক কমিটির সদস্য রাকুসহ অনেকেই রিকনের বাড়ির ঘরের ফুটো হওয়া চাল দেখেন। রিকনের নিকট ঘটনার বর্ণনা শোনেন।