সোমালিয়ার হোটেলে আল শাবাবের হামলায় নিহত ১৩
মাথাভাঙ্গা মনিটর: সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি আবাসিক হোটেলে আল শাবাব জঙ্গিদের বোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। গতকাল রোববার ভোরে দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা হোটেলের ভিতরে প্রবেশ করে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালায় বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
হামলার শিকার সাহাফি হোটেলটিতে দেশটির অনেক আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তা প্রায়ই অবস্থান করেন। পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাতের চেষ্টায় রাজধানীতে প্রায়ই হামলা চালানো আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মুজাহিদরা সাহাফি হোটেলে প্রবেশ করে এটির দখল নিয়েছে। লক্ষ্যস্থলে নিরাপত্তা বাহিনীর অবস্থানে বোমা হামলা চালিয়ে ভিতের যোদ্ধাদের ঢুকিয়ে দেয়া আল শাবাবের প্রচলিত কৌশল। হোটেলের ভিতরে অবস্থান নেয়া জঙ্গিদের সাথে নিরাপত্তা বাহিনীর তিন ঘন্টা ধরে গুলি বিনিময় হয়। জঙ্গিরা হোটেলটির ছাদ থেকে তাদের প্রতি গুলিবর্ষণ করে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গুলি বিনিময় বন্ধ হলেও হোটেলটির ভিতরে জঙ্গিরা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৩ ট্রেনযাত্রী নিহত
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের বেলুচিস্তানে গতকাল রোববার একটি রেললাইনে পেতে রাখা বোমা বিস্ফোরণে যাত্রীবাহী ট্রেনের অন্তত ৩ যাত্রী নিহত ও ১২ জন আহত হয়েছে। ট্রেনটি বেলুচিস্তানের মাস্তাং এলাকায় পৌঁছানোর পর এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা শাফকাত আনোয়ার বলেন, বোমাটি রেললাইনে পেতে রাখা হয়েছিলো। ট্রেনটি মাস্তাং এলাকায় যাওয়ার পর এ বিস্ফোরণ ঘটে। এতে ট্রেনটির প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি বেলুচিস্তানের প্রধান নগরী কোয়েটা থেকে রওয়ানা দিয়ে মধ্যাঞ্চলীয় পাঞ্জাবের রাওয়ালপিন্ডি যাচ্ছিলো। আনোয়ার বলেন, এ ঘটনায় অন্তত ৩ যাত্রী মারা নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। অপর একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, এ হামলা চালাতে আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করা হয়েছে। ট্রেনটিতে প্রায় ৬৫০ যাত্রী ছিলো। কোনো সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদীরা অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরেই নাশকতা চালিয়ে আসছে। এছাড়াও এ প্রদেশে জাতিগত সহিংসতা ও ইসলামপন্থীদের তৎপরতা রয়েছে।
পাকিস্তানে নির্বাচনী সহিংসতায় ১১ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ভোট গ্রহণের সময় এ ঘটনা ঘটে। সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ অফিসার মো. শাহ জানিয়েছেন। কিন্তু এ ঘটনার জন্য কোন দল দায়ী তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। পুলিশের উপমহাপরিদর্শক কামরান ফজল বলেন, দু দলের গোলাগুলিতে ১১ জন মারা গেছে। ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বে দেশটির বিরোধী দল আশা করছে এ সংঘর্ষ পরবর্তী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য চ্যালেঞ্জ ও জাতীয় জোট গড়ে তুলতে সাহায্য করবে।
গ্রিক দ্বীপের কাছে ফের নৌকাডুবে নিহত ১১
মাথাভাঙ্গা মনিটর: গ্রিসের দ্বীপ সামোসের কাছে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়টি খুব ছোট শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। গতকাল রোববার ভোরে ছয় মিটা লম্বা ওই নৌকাটি এজিয়ান সাগরে ডুবে যায়। নৌকার ১৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলোর বেশির ভাগ নৌকাটির কেবিনে আটকা পড়ে ছিলো। কোস্ট গার্ডের একজন কর্মকর্তা বলেন, আমরা ১১টি মৃতদেহ উদ্ধার করেছি। সেগুলোর মধ্যে ১০টিই নৌকাটির বন্ধ কেবিনের ভেতর থেকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চারজন নারী ও ছয়টি শিশু রয়েছে। নৌকাটির আরও দু যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলেও জানান ওই কর্মকর্তা। উত্তাল সাগর ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে নৌকায় করে তুরস্ক থেকে গ্রিসের পূর্বদিকের দ্বীপগুলোতে পৌঁছানোর পথ বিপদসঙ্কুল হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে দু-একদিন পরপরই সেখানে শরণার্থী বোঝাই নৌকা ডুবির ঘটনার ঘটছে। এ বছর এখন পর্যন্ত পাঁচ লাখ ৭০ হাজারের বেশি শরণার্থী গ্রিস হয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করেছে।