স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি-ডিঙ্গেদহ সড়কের জালশুকা জামে মসজিদের সামনে অটোরিকশার পেছনে আলমসাধু ধাক্কা মেরেছে। ধাক্কায় হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আহদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল রোববার ছিলো জেএসসি পরীক্ষার প্রথম দিন। পরীক্ষা শেষে অটোরিকশায় করে হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ ছাত্রী অটোরিকশায় করে বাড়ি ফিরছিলো। বেলা পৌনে ২টার দিকে হিজলগাড়ি-ডিঙ্গেদহ সড়কের জালশুকা জামে মসজিদের সামনে অটোরিকশাটি পৌঁছুলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি আলমসাধু ধাক্কা মারে। এতে অটোরিকশায় থাকা ৭ জন ছাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতরা হচ্ছে নিশি, লিপি, নিরুপমা, শারমিন, বৃষ্টি, শাপলা ও রিয়া। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে নিশির অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। এদিকে বেপোরয়াগতির আলমসাধুচালক শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মোতালেবের ছেলে স্বপনকে আটক করা হয়। আহতদের কয়েকজন আজ সোমবারের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি-না তা নিয়ে শঙ্কা রয়েছে।