মেহেরপুর জেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল শেষে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সামিউন বাশিরা পলির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (মেহেরপুর-চুয়াডাঙ্গা) সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। অ্যাড. রুত শোভা মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর-১ সংসদ সদস্য পত্নি সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা লতা, গাংনী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা ইসলাম শান্তনা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তকলিমা খাতুন, শহর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মো. আসকাল আলী, আব্দুল হালিম, প্রচার সম্পাদক অ্যাড ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুসহ জেলার বিভিন্ন ইউনিটের যুব মহিলা লীগের কাউন্সিলরবৃন্দ। বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতা ও প্রয়াত নেতাদের স্মরণে অনুষ্ঠানে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন জাতীয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক দলীয় পতাকা উত্তোলন করেন এবং অতিথিবৃন্দ শান্তির প্রতীক উড়ান।

সম্মেলন শেষে সামিউন বাশিরা পলিকে সভাপতি ও অ্যাডভোকেট রুত শোভা মণ্ডলকে সাধারণ সম্পাদক এবং নাসরিনা নাজনীনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।