দর্শনায় জেলহত্যা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা

দর্শনা অফিস: জেলহত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে আ.লীগের নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, অ্যাড. শহিদুল ইসলাম, সৈয়দ মজনুর রহমান, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফজলুল হক, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, আখচাষি নেতা আ. হান্নান, শফিকুল আলম, দাউদ হোসেন, আ. জব্বার, ইউসুফ আলী, সাবির হোসেন মিকা, শেখ আসলাম আলী তোতা, জাকির হোসেন প্রমুখ। সভায় জেলহত্যা দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের ব্যাপারে আলোচনা ও ব্লগার হত্যার প্রতিবাদসহ খুনিদের গ্রেফতারের দাবি তোলা হয়।