জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে বাইসাইকেল চোরের কারাদণ্ড

জীবননগর ব্যুরো: জীবনগরে ভ্রাম্যমাণ আদালত বাইসাইকেল চোরকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত বাইসাইকেল চোর দামুড়হুদা উপজেলার জয়রামপুরের শুকুর আলী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শুকুর আলী (৩৮) গতকাল দুপুরে শহরের পোস্টঅফিসপাড়ায় অবস্থিত রেডন কোচিং সেন্টার থেকে বাইসাইকেল চুরিকালে হাতেনাতে ধরা পড়ে। খবর পেয়ে থানার এএসআই সাজ্জাদ ফোর্স নিয়ে শুকুর আলীকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।