মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পাচঁকমলাপুর গ্রাম থেকে রাতের আঁধারে কৃষক ফারুক হোসেন অপহৃত হয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করে ফারুক হোসেন নিজেই বলেছেন, অপহরণের পর অপহরণকারীদের জিম্মা থেকে কৌশলে পালিয়ে এসেছি। দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের মাঠের মধ্যে থেকে কৌশলে পালিয়ে আসে বলে জানিয়ে থানায় মামলাও করা হয়েছে। পুলিশ অভিযোগের বিষয়ে সন্দেহ প্রকাশ করে সত্যতা যাচাইয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরের আজগার আলী মণ্ডলের ছেলে ফারুক (৪২) অভিযোগ করে বলেছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলাম। ফুফাতো বোন দামুড়হুদা গ্রামের গাজীর উদ্দিনের মেয়ে আসাননুর (৩৫) বাড়ির বাইরে থেকে ডাক দেয়। তার ডাকে ছেলে সোহাগকে সাথে নিয়ে বাড়ির বাইরে এলে সে বলে, পাচঁকমলাপুর গ্রামের মুকুলের কাছে বসে জমির বিষয়ে কথা হবে চলো। তার কথামতো ছেলেকে বাড়িতে রেখে একসাথে হাঁটতে হাঁটতে গ্রামের বটগাছ তলায় এলে পেছন দিক থেকে ৫ দুর্বৃত্ত জোর করে আমাকে চোখ বেঁধে মোটরসাইকেলে তুলে নেয়। রাত আনুমানিক ৩টার দিকে চোখ খুলে দেয়। সন্ত্রাসীরা বেখেয়াল হলে দৌঁড় দিয়ে অন্ধকারে পালিয়ে অনেক দূরে এসে একটি কলাবাগানে আশ্রয় নিই। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় দলকালক্ষ্মীপুর গ্রামের আত্মীয় মকছেদের বাড়িতে যায়। দুপুরে বাড়িতে ফিরি।