স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে জীবননগর বৈদ্যনাথপুরে প্রকৌশলীর বাড়িতে সেপটিক ট্যাঙ্কির সাটারিং খুলতে গিয়ে দম বন্ধ হয়ে মারা যাওয়া ৪ শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে নিহতের পরিবারের সদস্যদের হাতে (প্রতিটি পরিবারের জন্য ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা) আর্থিক সহায়তার চেক তুলে দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু।
নিহত শ্রমিক হাসাদাহের সুজনের স্ত্রী নুরুন্নাহার, একই গ্রামের হাশেম আলীর স্ত্রী ফরিদা খাতুন, বৈদ্যনাথপুরের জালালের স্ত্রী ডলি খাতুন এবং গঙ্গাদাসপুরের নিহত শ্রমিক জুয়েলের পিতা জামাত আলী ওই আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, হিসাবরক্ষক আসলাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিকেলে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরে প্রকৌশলী রুস্তম আলীর বাড়িতে নবনির্মিত সেপটিক ট্যাঙ্কির সাটারিং খুলতে গিয়ে অক্সিজেন বন্ধ হয়ে পিতা-পুত্রসহ ৪ নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু ঘটনাস্থল পরিদর্শন শেষে ছুটে যান নিহত শ্রমিকদের বাড়িতে। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং গতকাল আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে নিহত ৪ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন।