খবর:(জীবনগরের বাঁকা ইউপি মেম্বারকে মারপিট)
কে যে কখন পিটুনি খায়
কিছুই বলা যায় না,
তোমার পাশে আমার পাশে
ঘুরছে শূকর-হায়না।
ঘুরছে খুনি চারিদিকে
বাঁচার উপায় পাই না,
বাইরে-ঘরে আকুতি আর
বেঁচে থাকার বায়না।
আতঙ্ক-ভয় সবার মনে
এমন জীবন চায় না,
রক্ত মাখা সারা শরীর
দেয় দেখিয়ে আয়না!
আহাদ আলী মোল্লা