টিপ্পনী
খবর: (চুয়াডাঙ্গার কুতুবপুরে নিখোঁজের ৪২ ঘণ্টার মাথায় তৃতীয় শ্রেণির ছাত্র শিহাবের লাশ উদ্ধার)
কোথায় বা আর শান্তি আছে
কোথায় যাবো বলুন,
খুন খারাবির এ দেশ ছেড়ে
যেথায় যাবেন চলুন।
মিছিল মিটিং করতে হাতে
তুলুন ঝাঁটা বাড়ুন,
সব খারাবির পতন হবে
হায়দারি হাঁক ছাড়ুন।
বন শুয়োরের মুণ্ডু নিতে
বাইরে চলে আসুন,
বাঁচার হলে কান্না ভুলে
উদার মনে হাসুন।
-আহাদ আলী মোল্লা।
৩১.১০.২০১৫