স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফুটবল অঙ্গনের কৃতি ফুটবলার সরোয়ার হোসেন জোয়ার্দ্দার (মধু ওস্তাদ) অসুস্থ। গত কয়েকদিন আগে হঠাৎ করে তার মূত্রনালিতে জটিল সমস্যা দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডা. ওয়ালিউর রহমান নয়নের নিকট পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন তিনি। আপাতত ক্যাথেডিন নিয়ে প্রসাব স্বাভাবিক রাখার ব্যবস্থা করেন চিকিৎসক। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করানো হয়। আরো উন্নত চিকিৎসার জন্য আজ সকালে তিনি ভারতের উদ্দেশে রওনা দেবেন। ভারতের অ্যাপেলো হাসপাতালে ডাক্তার দেখাবেন বলে তিনি মাথাভাঙ্গাকে জানান। তিনি সুস্থতার জন্য জেলাবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।