দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে চুয়াডাঙ্গা রেলপাড়া তানজিম স্মৃতি স্পোর্টিং ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মিনিস্টার ফ্রিজ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকালের খেলায় চুয়াডাঙ্গা রেলপাড়া তানজিম স্মৃতি স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে দীপ্তি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। একই সাথে টানা ৫ ম্যাচে জয়লাভ করে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করে তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত রেলপাড়ার এ দলটি। বিজয়ী দলের পক্ষে শমীম ও নাঈম ২টি করে গোল করে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির আহ্বায়ক শহিদুল কদর জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য বদর খান, মহসিন রেজা, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার, ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, বিপুল শরীফ, মেনটর সোহেল, ম্যানেজার রাজন হাসান,সহকারি ম্যানেজার জসিম, কোচ মিশু, প্রমুখ। দলের খেলোয়াড়রা ছিলো শামীম, নাইম, সোহান, হৃদয়, ইমন, স্বাজন, সুজন, রিভু, মনি, প্রান্ত, সনি, পাভেল, রানা, ইন্তাজ ও সাকিব। তানজিম স্মৃতি স্পোর্টিং ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন দৈনিক মাথাভাঙ্গার ক্রীড়া প্রতিবেদক ইসলাম রকিব। খেলাটি পরিচালনা করেন নাজমুল হক শান্তি, ইকতিয়ার আহম্মেদ, হাফিজুর রহমান ও অজিজুল হক শীল। আজ একই মাঠে মুখোমুখি হবে ইমা স্পোর্টিং ক্লাব ও দামুড়হুদা স্পোর্টিং ক্লাব।