জাতীয় পার্টির কমিটি গঠন নিয়ে মেহেরপুরে তোলপাড়

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন নিয়ে মেহেরপুরে তোলপাড় শুরু হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু একক ক্ষমতা ব্যবহার করে কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটির একাংশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা জাতীয় পার্টির বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, কুতুবউদ্দিন, মামলত হোসেন, আব্দুল গফুর, কামারুল ইসলাম, ইকবাল হোসেন, মো. হাবিব, আব্দুল বাকি, আব্দুল আওয়াল, নিজামউদ্দিন, রফিজউদ্দিন, তমিজউদ্দিন, ফয়েজউদ্দিন, ডা. হাশেম আলী, আব্দুল হামিদ, আবুল কাশেম কদু, রকিবউদ্দিন প্রমুখ। তারা বলেছেন- অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে পক্ষপাতমূলকভাবে সদর উপজেলা জাতীয় পার্টির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সঠিকভাবে কাউন্সিল ছাড়াই সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার আমিরুল ইসলাম পালুর এহেন কার্যকলাপের জোর প্রতিবাদ জানিয়ে ও নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান তারা।