চাচার লাঠিঘাতে জখম দু ভাতিজার একজন মৃত্যুশয্যায়

চুয়াডাঙ্গা দর্শনার আকন্দবাড়িয়ায় শরিকি জমি নিয়ে বিরোধ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দর্শনার আকন্দবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে দু ভাই আহত হয়েছে। আহত দু ভাইয়ের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া তমালতলাপাড়ার রহমত আলীর দু ছেলে লিপটন ও লিপুর সাথে তাদের চাচা ফয়সাল, রাহাত আলী ও নওশাদের শরিকি জমি নিয়ে বিরোধ বাধে। তারই জের ধরে গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে কিছু মালামাল সরিয়ে নিতে বলে। বৃষ্টির কারণে তাতে আপত্তি জানানোর এক পর্যায়ে বাধে মারামারি। চাচার লাঠিঘাতে দু ভাতিজা লিপটন ও লিপু আহত হয়। এদেরকে উদ্ধার করে তাদের মা আকলিমা খাতুনসহ নিকটজনেরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। লিপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। অবশ্য লিপুর মাসহ তাদের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত লিপু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো।