আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম। সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবলিক ক্লাবের সহসভাপতি খলিল জোয়ার্দ্দার, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলাম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, অধ্যাপক সাইদুর রহমান, ইমদাদুল হক। সভায় অংশগ্রহণকারী সকলেই আমঝুপি বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।