গাংনীতে আওয়ামী মহিলা যুবলীগের পরিচতিসভা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের নতুন কমিটির নেতৃবৃন্দের পরিচিতিসভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহানা ইসলাম শান্তনার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতিসভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বক্তৃতায় এমএ খালেক বলেন, রাজনীতিতে নারী-পুরুষ সমতা না থাকলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই পুরুষের চেষ্টার পাশাপাশি রাজনীতিতে তৃণমূল পর্যায়ের নারীদের এগিয়ে আসতে হবে। তৃণমূল থেকে যুব মহিলা লীগের শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেন তিনি।

বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সভানেত্রী সৈয়দা লুৎফুন্নাহার লতা, গাংনী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, জেলা যুব মহিলা নেত্রী বদরুন্নেছা খাতুন, আসমা খাতুন, শাহিনা আক্তার, কাজল রেখাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।