গরুর শিঙের গুতোয় গৃহবধূ জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আসমানখালীর রফিকুল ইসলামের স্ত্রী শাহারবানুকে (৩০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে তাকে তার বাড়ির একটি গরুতে মেরে রক্তাক্ত জখম করে বলে জানিয়েছেন শয্যাপাশে থাকা লোকজন। শাহার বানুর উরুতে কমপক্ষে ৮টি সেলাই দিতে হয়েছে।