হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে জাতীয় সেনিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের যৌথ উদ্যোগে এবং ব্রাকের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সুমী মজুমদার। এছাড়া কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।