চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ধাক্কায় আহত দিনমজুর মিন্টুকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ধাক্কায় আহত আলমডাঙ্গা সাহেবপুর গ্রামের দিনমজুর মিন্টুকে (৪৫) ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা শালিকা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের মৃত তাহাজ উদ্দীনের ছেলে মিন্টু। তিনি গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা শালিকা মোড়ে আলমসাধুর ওপর বসে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা আলমডাঙ্গা- হাটবোয়ালিয়াগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি কোচ দিনমজুর মিন্টুকে ধাক্কা দিলে তার ডান পা গুঁড়িয়ে যায়। স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক গতকাল শুক্রবার মিন্টুকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।