কারাগারে থাকবে না সেলফোন নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: কারাগারে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা রোধে দেশের সবগুলো কারাগারে বন্ধ করা হবে মোবাইল (সেল) ফোন নেটওয়ার্ক। প্রথমে কাশিমপুর ও কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে এটি কার্যকর করা হবে। এছাড়া বিদেশি নাগরিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফলে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তৎপরতায় জড়িত বিএনপি-জামায়াত চক্রকে কঠোর হস্তে দমনের নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের। গতকাল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।